শ্রীমঙ্গলে জাতীয় মৎস সপ্তাহ পালন

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরের মৎস্য ভান্ডার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার প্রচেষ্টায় সহায়তা চেয়ে ও জাতীয় মৎস্য সাপ্তাহ সফল করতে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে শ্রীমঙ্গল মৎস্য অফিস।

বুধবার দুপুরে উপজেলা জনমিনলায়ত রুমে এ সংবাদ সম্মেলনে বক্তব্যদেন, উপজেলা মৎস্যকর্মকর্তা শহীদুর রহমান সিদ্দিকি, ক্ষেত্রসহকারী সন্তোষ রঞ্জন দত্ত, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম ইদ্রিছ আলী, সাংবাদিক ইসমাইল মাহমুদ, প্রমূখ। এই সময় মৎস কর্মকর্তা শহীদুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় মৎস্য কর্মকর্তা জানান, মিঠাপানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ ৪র্থ স্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশে ৩৮ লক্ষ ৫০ হাজার মে.টন মাছ উৎপাদন হয় এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশের ৪৫ লক্ষ মে.টন মাছ উৎপাদনের লক্ষ নিয়ে কাজ করছে সরকার।

এ সময় সাংবাদিকরা মৌলভীবাজার হাইল হাওরের বিলুপ্ত প্রায় বিলগুলো খনন হলে বর্তমানে উৎপাদিত শ্রীমঙ্গলে বাৎসরিক ৬ হাজার মে.টন মাছ থেকে ১০ হাজারে মেট্রিক টনে উন্নিত হবে বলে আশা প্রকাশ করেন। যা ২০২১ সালের লক্ষমাত্রা অর্জনের সহায়ক ভুমিকা পালন করবে।



মন্তব্য চালু নেই