“শ্রীমঙ্গলে গাড়ী চাপায় মায়া হরিণ আহত”
সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ-মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছে একটি প্রাপ্ত বয়স্ক মায়া হরিণ। মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে লাউয়াছড়া জাতীয়উদ্যানের শ্রীমঙ্গল- কমলগঞ্জ সড়কে ঢাকা থেকে সমশের নগরগামী যাত্রীবাহী একটি তাজ পরিবহনের সাথে ধাক্কা লেগে ৪/৫ বছর বয়সী একটি পুরষ মায়া হরিণ গুরুতর আহত হয়।
খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্বার করে শ্রীমঙ্গল প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, হরিণটির একটি পা ভেঙ্গে গেছে এবং মুখে ও অপর একটি পায়ে জখম হয়েছে।ভাঙ্গা পাটিকে প্লাষ্টার করে দেয়া হয়েছে এবং ব্যাথা নাশক ইঞ্জেকশন দেয়া হয়েছে। এর আগেও মানুষের আক্রমনে আহত একটি মায়া হরিণের একটি পা অস্ত্রোপচারের পর কেটে ফেলা হয়। বর্তমানে হরিণটি শ্রীমঙ্গল পশু পাখি সেবাশ্রমে চিকিৎসারত অবস্থায় সুস্থ আছে। হাসপাতালে চিকিৎসা শেষে আহত হরিণটিকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ও সঞ্জিত দেব এর হাতে তুলে দেয়া হয়।
মন্তব্য চালু নেই