শ্রীমঙ্গলে একই রাতে দুই দোকানে চুরি

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক রাত্রে শহরস্থ মৌলভীবাজার রোড়ে দুই দোকানে একসাথে চুরি সংঘটিত হয়েছে।

গতকাল রাত্র আনুমানিক ৩’৩০ মিনিটের সময় শ্রীমঙ্গলে মৌলভীবাজার রোডের এক নাম্বার পুলের পার্শে মাহবুব ট্রেডার্স,এবং মীম স্যানিটারী এন্ড টাইলস্ দোকানে এই চুরি সংঘটিত হয়। দোকান দুটির উপরের টিন কেটে দোকানের ভিতর প্রবেশ করে শুধু নগদ টাকা নিয়ে চম্পট দেয় চুর।

এই ঘটনায় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব শেখ লুৎফর রহমান এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনারস্থল পরিদর্শন করেন এবং শ্রীমঙ্গলথানার পুলিশের এস আই সফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য এর গত ১৭/১০/১৬খ্রিঃ তারিখ রোজ সোমবার দিবাগত রাত্রে শ্রীমঙ্গল চৌমুহনাস্থ স্যামসাং মোবাইল এর শোরুমে চুরি সংঘটিত হয়।

শ্রীমঙ্গল চলিত সপ্তাহে দুই বার চুরির ঘটনা ঘটাতে সাধারন ব্যবসায়ীদের মধ্যে ভয়ের তীব্রতা কাজ করছে।



মন্তব্য চালু নেই