“শ্রীমঙ্গলের বাইক্কা বিলে আসছে অতিথি পাখি”
সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল প্রতিনিধি:- মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সর্বত্র এখন শীতের আমেজ। তবে দিনে বেশ গরম অনুভুত হচ্ছে। বিরুপ আবহাওয়া চলছে এখানে। এবার যেন শীত পড়তে দেরী হচ্ছে। শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে এবার তাপমাত্রা নামছে ধীরে ধীরে। শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রির নীচে নেমে আসারও রেকর্ড রয়েছে।
রাতে কুয়াশা। ভোরে গাছের সবুজ পাতায় আর ঘাষে শিশিরকণার ঝলকানি। শীতের আগমনী বার্তার সাথে সাথে এবং ঋতুর এই সন্ধিক্ষণে প্রকৃতির স্বর্গরাজ্য শ্রীমঙ্গলের সরকারি সংরক্ষিত মৎস্য অভয়াশ্রম বাইক্কা বিলে যুক্ত হয়েছে ভিন্নমাত্রা। প্রতিবারের মতো এবারও নানা রঙের পদ্মশোভিত এই বিলে অতিথি পাখি আসতে শুরু করেছে।
আজ রবিবার বিকেলে সরজমিন বাইক্কা বিলে এমনটিই দেখা গেল। অতিথি পাখিরা আসছে।বাইক্কা বিলের জলাশয়ে আর বিলের আকাশে কিচির- মিচির শব্দে অতিথি পাখিরা মধুর এক আবহ সৃস্টি করেছে। বাইনোকুলার দিয়ে দেখলাম- বেশকিছু পাখি ঘুরে বেড়াচ্ছে বিলের পানিতে। কেউবা খাদ্য খুজছে, কেউ ডুব সাতারে ব্যস্হ। আর কেউবা বিলের আকাশে দলবেঁধে উড়ে বেড়াচ্ছে। সারা হাওরে অতিথি পাখির কমবেশি বিচরণ থাকলেও বাইক্কা বিলে পাখির দেখা মিলেছে বেশি। শীত যত বাড়বে, পাখির আগমনও তত বাড়বে জানালেন তদারককারীরা।
প্রতি বছরই উত্তরের শীতপ্রধান দেশ সাইবেরিয়া, মঙ্গোলিয়া, নেপাল, হিমালয় অঞ্চল, তুন্দ্রা অঞ্চল ও ভারত থেকে হাজার হাজার অতিথি পাখি দক্ষিণ এশিয়ার নাতিশীতোষ্ণ দেশ হিসেবে আমাদের দেশে আসে। মুলত: নভেম্বরে এরা আসে এবং মার্চের শেষে যখন গরম শুরু তখন তারা ফিরে যায়।
বাইক্কা বিল এখন পাখির কলকাকলিতে মুখর। পাশাপাশি এদের দেখার জন্য দর্শনার্থীদের আগমনও শুরু হয়ে গেছে। বিলে ভিড় করছে পাখিপ্রেমি উৎসুক মানুষ। পাখিদের জলকেলি, ডুবসাতার আর ঝাকবেধে চক্রাকারে বিলের মুক্ত আকাশজুড়ে ঘুরে বেড়ানোর দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন আগতরা।
মন্তব্য চালু নেই