শ্রীনিবাসনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

সম্ভবত পার পাচ্ছেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নারায়ণস্বামী শ্রীনিবাসন। ভারতীয় সুপ্রিম কোর্ট বিসিসিআই প্রধানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। এছাড়া শ্রীনির জামাই গুরুনাথ মায়াপ্পন ও রাজস্থান রয়েলসের মালিক রাজকুন্দ্রার বিরুদ্ধেও একই আদেশ দেয়া হয়।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট ফিক্সিং কাণ্ডে গঠিত মুগদল কমিটির প্রতিবেদনে নাম রয়েছে স্টুয়ার্ট বিন্নিরও। ভারতীয় এই ক্রিকেটার জাতীয় নির্বাচক রজার বিন্নির পুত্র। চমক আছে দুই বিদেশির নাম প্রকাশ পাওয়াতেও। গোপন সেই প্রতিবেদনে ইংল্যান্ডের ওয়াইজ শাহ এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রিকেও অভিযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, স্পট ফিক্সিং কাণ্ডের পরবর্তী শুনানি ২৪ নভেম্বর। সেদিন আরো কিছু ক্রিকেটারের নাম প্রকাশ হতে পারে। এর আগে গত ৩ নভেম্বর ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ যাচাই করে রিপোর্ট প্রদান করে মুগদল কমিটি।



মন্তব্য চালু নেই