শ্রীনিবাসনের জামাতা আজীবন নিষিদ্ধ
আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে চেন্নাই সুপার কিংসের অন্যতম মালিক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের বিতাড়িত সভাপতি এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন।
আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রাজ কুন্দ্রাও। এ ছাড়া চেন্নাই ও রাজস্থানকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
আইপিলের ষষ্ঠ আসরে চেন্নাইয়ের সুপার কিংসের অন্যতম মালিক মায়াপ্পন ও রাজস্থানের অন্যতম কর্ণধার রাজ কুন্দ্রার সঙ্গে ক্রিকেট জুয়াড়ির যোগসাজশের প্রমাণ পায় দিল্লির পুলিশ।
পরে পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রাক্তন বিচারপতি রাজেন্দ্র মাল লোধার নেতৃত্বে তিন সদস্যের কমিশন গঠন করে ভারতের উচ্চ আদালত। তারই প্রেক্ষিতে মঙ্গলবার রায় পড়ে শোনান লোধা কমিশন।
মায়াপ্পন, কুন্দ্রা যেহেতু ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন তাই তাদের দলকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেন লোধা কমিশন।
মন্তব্য চালু নেই