শ্রীনগরে সমাজচ্যুত করার প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে মানববন্ধন
নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : শ্রীনগরে একটি পরিবারকে সমাজচ্যুত করার প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে মানববন্ধন হয়েছে। এতে ওই পরিবারের লোকজন ও তাদের আত্মীয় স্বজনরা অংশগ্রহন করে।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার হাসাড়া বাসষ্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এতে অংশ গ্রহনকারীরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় হাসাড়া কুমারপাড়া এলাকার বাসিন্দা ও হাসাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিবারকে তার ছোট চাচা মিজানুর রহমানের স্ত্রীর সাথে পাবিবারিক কলহের জের ধরে সমাজচ্যুত করে স্থানীয় সমাজপতিরা। এর পেছনে ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সোলেমান খানের ইন্ধন রয়েছে বলে আনোয়ার হোসেন অভিযোগ করেন।
আনোয়ার হোসেনের মা রোকেয়া বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, সমাজ পতিরা আমাদের সমাজচ্যুত করার ঘোষণা দেওয়ার পর থেকে আমরা মানবেতর জীবন যাপন করছি। মাতব্বরদের ভয়ে সমাজের সবাই আমাদের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। সমাজচ্যুত করার বিষয়টি ওই সমাজের মাতব্বর হাছাই শেখ ওরফে হাসান ও জহিরুল ইসলাম স্বীকার করেছেন।
মন্তব্য চালু নেই