শ্রীনগরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের আহত ১০

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : শ্রীনগরে সন্ত্রাসী হামলায় নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন আহত হয়েছে। এঘটনায় গত মঙ্গলবার রাতে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাঘড়ার নয়াবাড়ী এলাকার মালেক মোল্লার লোকজন এক সপ্তাহ আগে ওই এলাকার আইয়ূব আলীর চার বিঘা জমির বাদাম লুট করে নিয়ে যায়। এঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। গত মঙ্গলবার দুপুরে মালেক মোল্লা ও সবুজ আলীর ছেলে শরিফুল এবং শহিদুল ইসলাম এর নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী মিলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আইয়ূব আলীর বাড়িতে হামলা চালায়। এতে ওই আইয়ূব আলীর পরিবারের দেলোয়ার হোসেন (৪০), শাহবুদ্দিন (২৫), আইয়ূব আলী (৪২), ফরিদা বেগম (৩৬), সম্পা বেগম (২৫), নিতু বেগম (২৪), মাহমুদা বেগম (৩৫) ও খিজির আলী (৮) আহত হয়। আহতদের মধ্যে ৪ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই