শ্রদ্ধার সাথে রোম্যান্সের অপেক্ষায় টাইগার !

টাইগার শ্রফের পরের ছবি ‘বাঘি’। সাজিদ নাদিয়াদাওয়াল ও সাবির খানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। খবরটি আগেই প্রকাশিত কিন্তু, নায়িকার ব্যাপারে কোনও খবর তখন দেননি পরিচালক থেকে প্রযোজক কেউই। এতদিনে প্রকাশিত হল নায়িকার নাম। সে আর কেউ নয় বলিউডের হাস্যোজ্জ্বল অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

‘বাঘি’তে টাইগার শ্রফের বিপরীতে থাকছেন তিনি। তবে প্রথমে নাকি নতুন মুখ দীক্ষা পাটানিও ছবিতে সই করানোর কথা হয়েছিল। কিন্তু, বাজি মেরে দেন শ্রদ্ধা। ‘বাঘি’র নায়িকার চরিত্রটি তিনিই ঝুলিতে পুরে ফেলেন। ছবিটি সালমান-নাগমার ‘বাঘি’ রিমেক নয়। সম্পূর্ণ নতুনভাবে লেখা হয়েছে চিত্রনাট্য। টাইগার শ্রফ ইতিমধ্যেই তাঁর চরিত্রটি নিয়ে হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন। এবার শ্রদ্ধার অভিনয়ের জাদু দেখাবার পালা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



মন্তব্য চালু নেই