শ্রদ্ধার সরল স্বীকার

২০১৩ সালে রেমো ডি সুজার পরিচালনায় ‘এবিসিডি’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেই আলোড়ন সৃষ্টি করেছিলেন শ্রদ্ধা-বরুণ। সেই ধারাবাহিকতায় এবার ‘এবিসিডি টু’ ছবিতে এই জুটি থাকছেন। ফলে সমালোচকরা বলাবলি করছেন দুজনের মধ্যে কিছু বিশেষ সম্পর্ক রয়েছে। আর এমন অভিযোগের জবাবে শ্রদ্ধা জানান, তাদের কেমিস্ট্রিটা রিয়েল।

সম্প্রতি ‘এবিসিডি টু’ ছবির নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। তারপর থেকেই এ জুটি নিয়ে মুখরোচক কথা ছড়াচ্ছে । যার জবাবে শ্রদ্ধা এক অর্থে তাদের সম্পর্কের কথা স্বীকার করে বলেন, ‘বরুণের সঙ্গে আমার কেমিস্ট্রি রিয়েল। কারণ বরুণ আমার ছোট বেলার বন্ধু। তাছাড়া তার বাবা আর আমার বাবা একসঙ্গে কাজ করতেন।’

এদিকে শ্রদ্ধার এমন স্বীকারোক্তিতে বেকায়দায় পড়েছেন বরুণ। একারণে তিনি সংবাদ মাধ্যমের সামনেই আসছেন না।



মন্তব্য চালু নেই