শ্রদ্ধাকে দাউদ ইব্রাহিম পরিবারের উপহার

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। সে সূত্রে দাউদ পরিবারের ঘনিষ্ঠতা লাভ করেছেন এ নায়িকা।

অপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটির নাম ‘হাসিনা : দ্য কুইন অব মুম্বাই’। অক্টোবরের মাঝামাঝি একটি গানের দৃশ্য দিয়ে মুম্বাইয়ে শুটিং শুরু হয়েছে। সিনেমাটিতে দাউদের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুর।

সম্প্রতি সিনেমাটির সেটে হঠাৎ-ই উপস্থিত ছিলেন হাসিনার মেয়ে ওমাইরা, ছেলে আলীশাহ, ভাতিজা সামিরসহ পরিবারের কয়েকজন সদস্য। তারা সিনেমাটির কাহিনী ও চিত্রায়ন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এদিকে সত্যিকারের মাফিয়া ডন পরিবারের সংস্পর্শে এসে দারুণ উচ্ছ্বসিত শ্রদ্ধা।

‘রক অন টু’ তারকা জানান, সিনেমাটির শুটিং-এ বেশ সহযোগিতা করছে হাসিনার পরিবার। তারা হাসিনার ব্যবহৃত অনেক জিনিস ধার দিয়েছেন। সেখানে আছে একটি নাকফুল ও পড়ার গ্লাস। উপহার হিসেবে শ্রদ্ধা পেয়েছেন হাসিনার লিপস্টিক।

জানুয়ারিতে সিনেমাটির শুটিং আবার শুরু হবে। একই সময়ে শাদ আলী পরিচালিত ‘ওকে জানু’র প্রচারণায় নামবেন শ্রদ্ধা। এতে তার বিপরীতে দেখা যাবে; ‘আশিকি টু’ সহশিল্পী আদিত্য রায় কাপুরকে।



মন্তব্য চালু নেই