শ্যুটিং ছেড়ে ফুটবল খেলবেন তারকারা
ফুটবল বিশ্বকাপ জ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে! সবার মতো আমাদের শোবিজ অঙ্গনের তারকারাও বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই তো শ্যুটিং ছেড়ে ফুটবল নিয়ে মাঠে নামতে যাচ্ছেন তারা।
আগামী শুক্রবার রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ‘চ্যানেল আই সেলিব্রেটি ফুটবল টুর্নামেন্ট’। এতে দেশীয় ফুটবল তারকাদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও অংশগ্রহণ করবেন।
বিশেষ এই টুর্নামেন্টে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি এবং স্পেনের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবেন তারকারা।
এদিকে ‘চ্যানেল আই সেলিব্রেটি ফুটবল টুর্নামেন্ট’ উপলক্ষে ‘হৈচৈ হৈচৈ হট্টগোল, গোলেমালে গোলেমালে গোলেমালে হয়ে গেল গোল’ শিরোনামে একটি গানও তৈরি করা হয়েছে। মেজর (অব.) আনিস-উল-ইসলামের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফরিদ আহমেদ। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’, ‘ক্ষুদে গানরাজ’ ও ‘সুর দরিয়া এপার ওপার’ প্রতিযোগিতা থেকে নির্বাচিত মনির, মেহেদী, স্মরণ, প্রান্তি ও জাকির।
‘হৈচৈ হৈচৈ হট্টগোল, গোলেমালে গোলেমালে গোলেমালে হয়ে গেল গোল’ শিরোনামে এই গানটি টুর্নামেন্টে অংশ নেয়া তারকাদের উৎসাহ জোগাতে এবং দর্শকদের আনন্দ দিতেই তৈরি হয়েছে বলে জানান ফরিদ আহমেদ।
মন্তব্য চালু নেই