শ্যুটিংয়ে দুর্ঘটনায় টম ক্রুজের দুই সঙ্গী নিহত

আসন্ন ছবি ‘মেনা’র শ্যুটিংয়ের সময় ছোট্ট একটি বিমান দুর্ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন, তবে নিরাপদের আছেন ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা হলিউডের অন্যতম অভিনেতা টম ক্রুজ।

জানা গেছে, টম ক্রুজের আসন্ন ছবি ‘মেনা’র শ্যুটিংয়ের জন্য কলম্বিয়ায় সেট ফেলেছিলেন ছবিটির নির্মাতা ডাফ লিমন।ছবিটি লস অ্যাঞ্জেলস ভিত্তিক এক পাইলটের কাহিনীকে অবলম্বন করে নির্মিত হতে যাচ্ছে।আর গত শুক্রবার শ্যুটিং চলাকালে ছোট্ট একটি বিমান দুর্ঘটনা ঘটে শ্যুটিং স্পটে। সাথে সাথেই দুইজন পাইলট প্রাণ হারান, এবং একজন গুরুতরভাবে আহত হয়ে কলম্বিয়ার হাসপাতালে ভর্তি আছেন। সৌভাগ্যবশত দুর্ঘটনার কোনো আঁচ পড়েনি টম ক্রুজের উপর, কারণ তিনি প্রশিক্ষিত পাইলট।

অন্যদিকে প্ল্যান ক্র‌্যাশে নিহত হওয়া দুইজন পাইলটের একজন কে চিহ্নিত করা গেছে। তার নাম অ্যালান ডেভিড, তিনি হলিউডের বেতনভুক্ত পাইলট।

উল্লেখ্য, টম ক্রুজ তার আসন্ন ছবি ‘মেনা’র শ্যুটিংয়ের জন্য গত মাসে কলম্বিয়া গমন করেন। টম ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন ডমনেল গ্লেসন এবং লোলা কার্কির মত তারকারা।টম ক্রুজ অভিনীত ডাফ লিমনের ছবিটি ২০১৭ সালে ৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।



মন্তব্য চালু নেই