শ্যামল কান্তির বিরুদ্ধে করা তিন মামলার দুইটি খারিজ

নারায়ণগঞ্জের আলোচিত বন্দর উপজেলার কল্যান্দি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

গণধোলাই এবং পরে সংসদ সদস্য সেলিম ওসমান কানে ধরে উঠবসের ঘটনার দুই মাসের মাথায় তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, শিক্ষার্থী রিফাতকে মারধর ও ঘুষ নেয়ার অভিযোগে পৃথক তিনটি মামলার আবেদন করা হয়। এর মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও শিক্ষার্থী রিফাতকে মারধরের মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। অপরদিকে ঘুষ নেয়ার অভিযোগের মামলাটির আদেশ শনিবার দেবেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে তিনটি মামলার আবেদন দাখিল করা হয়। এরপর বিকেলে দুইটি মামলা খারিজের আদেশ দেন আদালত। অপর মামলাটির আদেশ শনিবার দেয়া হবে।



মন্তব্য চালু নেই