শোয়েব-সানিয়াকে নিয়ে বাজে মন্তব্য করায় যুবরাজকে চ্যালেঞ্জ
সানিয়া মির্জা ও শোয়েব মালিকের পরিচয় হয়তো নতুন করে দেয়ার প্রয়োজন নেই। দুইজনেই দুই ভূবনের রাজা। একজন টেনিসে আর একজন ক্রিকেটে।
চিরশত্রু বলে বিশ্বপরিচিতি থাকা ভারত-পাকিস্তানে বৈবাহিক সম্পর্ক তাদের। টেনিস সুন্দরী বলে পরিচিতি রয়েছে সানিয়া মির্জার। পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে সম্প্রতি দুটি সিরিজ জেতে।
সিরিজ জয়ের আনন্দ স্বামীর সাথে উপভোগ করার জন্য দলের বেশ কয়েকজন ক্রিকেটারদের সাথে মালিকের হাত ধরে নাচেন সানিয়া মির্জা।
এটি ভালোভাবে মেনে নিতে পারছেন না ভারতের জাতীয় দলের বাইরে থাকা যুবরাজ সিং। শ্রীলঙ্কায় জয়ের উচ্ছ্বাস প্রকাশের জন্য শোয়েব ও পাক দলের সঙ্গে সানিয়ার নাচার দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
এ নৃত্য দেখে, তিনি সানিয়া ও শোয়েবকে ‘টেরিবল ড্যান্সার’ বলেছেন টুইটারে। এর জবাব দিতেও কসুর করেননি শোয়ের। যুবরাজের এ মন্তব্যকে ভালো দৃষ্টিতে দেখতে পারেননি হার্টহিটার তারকা মালিক।
শোয়েব-সানিয়ার দিকে নাক গলিয়ে বাজে মন্তব্য করে বিতর্কিত ঘটনার জন্ম দিলেন যুবরাজ। এ জন্য শোয়েব যুবরাজকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন!
মন্তব্য চালু নেই