শোলাকিয়ায় হামলা: ঘরের বেড়া ভেদ করে কপালে গুলি লাগে ঝর্ণা রানীর
কিশোরগঞ্জে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ঘরের মধ্যে থাকা ঝর্ণা রানী ভৌমিক নামে এক গৃহবধূ গুলিতে নিহত হয়েছেন।
এ ছাড়া এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল ও এক হামলাকারী নিহত হন। এ সময় ছয় পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টায় শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসউদের হেলিকপ্টার আজিমুদ্দীন স্কুল মাঠে নামার সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীরা ককটেল হামলা চালায়। পুলিশ ধাওয়া করলে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
এ সময় একটি গুলি গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিকের (৪০) ঘরের বেড়া ভেদ করে তার কপালে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার স্বামীর নাম গৌরাঙ্গ চন্দ্র ভৌমিক।
অপর নিহতরা হলেন পুলিশ কনস্টেবল জহিরুল ও আনসারুল এবং এক হামলাকারী। তার নাম-পরিচয় জানা যায়নি। পরে গুলিবিদ্ধ একজনসহ চারজনকে আটক করে পুলিশ।
হামলায় আহতরা হচ্ছেন- এসআই নয়ন মিয়া ও কনস্টেবল প্রশান্ত, জুয়েল, রফিকুল, তুষার ও মশিউর। পথচারী তিনজন হচ্ছেন- আব্দুর রহিম, হৃদয় ও মোতাহার।
গুরুতর আহত ছয় পুলিশ সদস্যকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে ময়মনসিংহ সিএমএইচে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে তাদের হেলিকপ্টারে করে ঢাকা পাঠানো হয়।
মন্তব্য চালু নেই