শোলাকিয়ায় কমান্ডো অভিযান চলছে

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ এলাকার আশেপাশে অভিযানে নেমেছে ঢাকা থেকে আসা র‌্যাবের কমান্ডো টিম।

বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে কমান্ডো টিমটি ঢাকা থেকে হেলিকপ্টারযাগে কিশোরগঞ্জের শোলাকিয়ায় অবতরণ করে। তাদের সঙ্গে র‌্যাবের বোমা ডিস্পোজাল টিমটিও অভিযানে রয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য এলাকাটি ঘিরে রেখেছেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে শোলাকিয়া মাঠের অদূরে শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের মোড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর বোমা হামলা করে সন্ত্রাসীরা।

এসময় সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণ ও চাপাতির আঘাতে দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ১৫ জন। তাদের বেশির ভাগই পুলিশ সদস্য। এ সময় পুলিশের গুলিতে ঝর্ণা ভৌমিক নামে এক নারী ও এক অজ্ঞাতনামা এক সন্ত্রাসী নিহত হয়েছেন।



মন্তব্য চালু নেই