শৈলকুপার পাট ক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামের একটি পাট ক্ষেত থেকে শনিবার আব্দুল মান্নান (৫৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুল মান্নান মোহাম্মদপুর গ্রামের মৃত মজিবুর বিশ্বাসের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসেম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর গ্রামে পাটক্ষেতে আব্দুল মান্নানের লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আব্দুল মান্নান কিভাবে মারা গেছে তা বোঝা যাচ্ছে না। ময়না তদন্ত শেষে বোঝা যাবে। নিহত আব্দুল মান্নানের ভাই শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে দোকানের সদয় আনতে তার ভাই চড়িয়ারবিল বাজারে যান। তাপর থেকে তিনি আর বাড়ি ফেরেনি।
মন্তব্য চালু নেই