শেষ মুহূর্তের ব্যস্ত সময় কাটাচ্ছেন গণবি”র শিক্ষার্থীরা
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গণবি) ২০১৫ সালের সব বিভাগের অনার্স এবং মাস্টার্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ২৯ অক্টোবর শুরু হবে।
সকাল ও দুপুর এই দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষায় মোট ৩,৫০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। শেষ হবে আগামী ১৩ নভেম্বর। পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাগুলোতে বিরাজ করছে ব্যাপক আকারে ফটোকপি উৎসব । শেষ মুহূর্তের পড়াশুনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন শিক্ষার্থীরা ।
এ বিষয়ে আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এ.আর.জনি বলেন, পরীক্ষার প্রস্তুতি ভাল করেই নিচ্ছি । কিছু প্রশ্নের উত্তর বাকি ছিল তাই বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করছি । আশা করি পরীক্ষা ভালভাবেই শেষ করতে পারব ।
বি.বি.এ. বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আল নাঈম বলেন, প্রবেশপত্র নেয়ার জন্য আজও বিশ্ববিদ্যালয়ে আসতে হয়েছে । তাছারা ফটোকপিও করতে হবে কিছু ।
বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মীর মূর্তজা বলেন, পরীক্ষার সব প্রস্তুতি আমরা ইতোমধ্যে শেষ করেছি।
উল্লেখ্য, ১৪ টি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা একযোগে শুরু হচ্ছে।
মন্তব্য চালু নেই