শেষ পর্যন্ত সালমানের বিয়ে চুড়ান্ত, মেয়ে কুমারী নন!
বলিউড সুপাস্টার সালমান খানের বিয়ে নিয়ে বলিউড পাড়া তো বটেই পুরু দুনিয়া জুড়েই চলছিল গুঞ্জন।অবশেষে রোমানিয়ার মডেল লুলিয়া ভন্তুরের সঙ্গেই বিয়ের কথা চলছে। তবে সালমানের বিয়ে হবে কি না তা ভবিষ্যতই বলবে।
কিন্তু অনেকেই জানেন না, লুলিয়া কুমারী নন। তাঁর আগে বিয়ে হয়েছিল রোমানিয়ার সুপারস্টার মারিয়াস মোগা-র সঙ্গে। তিনি গীতশিল্পী, প্রযোজক, কম্পোজার এবং গ্র্যামি অ্যাওয়ার্ড বিজেতা।
বহুবছর প্রেম করার পরে লুলিয়ার সঙ্গে বিয়ে করে মারিয়াসের। চার বছরের মাথায় সম্পর্ক ভাঙে ২০১১ সালে। শোনা যাচ্ছে, সেই সময় থেকেই সালমান খান লুলিয়ার জীবনে আসেন।
অতীত যাই হোক না কেন, ভবিষ্যৎ সুন্দর হওয়া বাঞ্ছনীয়। শুধু লুলিয়া নয়, সলমনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
বলিউডে এখন সলমন ও লুলিয়াকে নিয়ে জোর গুঞ্জন। বিয়ের খবর প্রায় অনেকটাই পাকা। কিন্তু জানেন কি লুলিয়া কুমারী নন, তাঁর বিয়ে হয়েছিল আগে, এখন বিবাহবিচ্ছিন্না।
মন্তব্য চালু নেই