শেষ দিনেও বৃষ্টির হানা
বৃষ্টির জন্য পঞ্চম ও শেষ দিনেও নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের প্রথম টেস্টের খেলা। আগের দিন মতো শনিবারও সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি।
শেষ অবধি যদি বৃষ্টি না থামে তবে পঞ্চম দিনের খেলাও পরিত্যক্ত হতে পারে। সে হিসেবে ড্র-ই হতে যাচ্ছে বৃষ্টিভেজা চট্টগ্রাম টেস্ট।
তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির জন্য মাঠে গড়ায়নি চতুর্থ দিনের।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : প্রথম ইনিংস, ২৪৮/১০, ওভার ৮৩.৪ (বাভুমা ৫৪, প্লেসিস ৪৮, অ্যালগার ৪৭; মুস্তাফিজ ৪/৩৭, জুবায়ের ৩/৫৩)
বাংলাদেশ : প্রথম ইনিংস, ৩২৬/১০, ওভার ১১৬.১ (মাহমুদউল্লাহ ৬৭, তামিম ৫৭, লিটন ৫০, সাকিব ৪৭; স্টেইন ৩/৭৮, হারমার ৩/১০৫)
মন্তব্য চালু নেই