শেষ টেস্টের স্কোয়াডে মোস্তাফিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য গত রোববার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। স্কোয়াডে ছিলেন না দেশসেরা পেসার মোস্তাফিজুর রহমান।

তবে ঘোষিত স্কোয়ডের তিনজন ক্রিকেটার ইনজুরিতে পড়ায় স্কোয়াডে নেয়া হয়েছে মোস্তাফিজকে।

আগামী ২০ জানুয়ারি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম টেস্টে ইনজুরিতে পড়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম, ওপেনার ইমরুল কায়েস এবং মুমিনুল হক।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৭ উইকেটের ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে রযেছে বাংলাদেশ।

বলা হয়েছিল-ইনজুরির কারণে টেস্টে খেলানো হবে না মোস্তাফিজকে। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চায় না। তবে দলের ইনজুরিজনিত সমস্যার কারণে মোস্তাফিজকে স্কোয়াডে নিয়েছে বিসিবি।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ও তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিল মোস্তাফিজ। আবার প্রথম দুই টি২০ খেললেও শেষের ম্যাচে বিশ্রাম দেয়া হয় তাকে।



মন্তব্য চালু নেই