শেষ খেলা ৫ জানুয়ারি
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘২০ দলীয় জোটের নেতা বেগম খালেদা জিয়ার ৭ দফা না মানা হলে তা এক দফা দাবিতে পরিণত হয়ে ৫ জানুয়ারি এ অবৈধ সরকারের সঙ্গে শেষ খেলা হবে।’
শুক্রবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুব হোসেন।
৫ জানুয়ারির আগেই বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তার ফলশ্রুতিতেই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। এর ব্যত্যয় ঘটলে সাত দফা এক দফাতে পরিণতি হয়ে জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলন করা হবে।’
খন্দকার মাহবুব বলেন, ‘সংবিধান বলছে, সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু সেটা এখন নেই। সংবিধান মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য নয়। কিন্তু নিজেদের প্রয়োজনে বার বার সেই সংবিধান পরিবর্তন করা হচ্ছে।’
এ আইনজীবী আরো বলেন, ‘যেখানে অবৈধ সরকার থাকে, সেখানে অরাজকতা সৃষ্টি হয়। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে অবৈধ সরকার।’
‘এ সরকারের সকল কর্মকাণ্ড অবৈধ। তারা জনগণের অধিকার হরণ করে পুলিশ বাহিনীর মাধ্যমে ক্ষমতায় টিকে রয়েছে। তাদের একদিন জনতার আদালতে বিচার করা হবে।’
সভায় জাতীয় গণতন্ত্রী পার্টির (জাগপা) সভাপতি শফিকুল আলম প্রধান বলেন, ‘এ অবৈধ সরকার ৫ জানুয়ারি একটি ‘কুত্তা মার্কা’ নির্বাচন করেছে। তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি।’
সরকারকে দিল্লীর ‘আশির্বাদপুষ্ট’ মন্তব্য করে তিনি বলেন, ‘এ অবৈধ সকারের সঙ্গে আলোচনা করা যায় কি না ভেবে দেখতে হবে। এ সরকার ৫ জানুয়ারির আগে পদত্যাগ না করলে ৫ জানুয়ারি প্রতিরোধ গড়ে তুলবো।’
বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে সংগঠনটির উপদেষ্টা মো. আতিকুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহম্মদ আজম খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, অ্যাডভোকেট সাইফুর রহমান, শ্রমিক নেতা মফিদুল ইসলাম মোহন প্রমুখ।
মন্তব্য চালু নেই