শেষ কবে হিট ছবি করেছে ভুলে গিয়েছেন এই বলিউড তারকারা!

অমিতাভ বচ্চন, আমির খানের মতো অনেকেই আছেন যাঁদের কখনও থেমে থাকতে হয়নি। নিজের হিট ছবির নাম নিতে গেলে হাতড়াতে হয় না।

আবার এমন অনেকেই আছেন শেষ কবে হিট ছবি করেছেন ভুলে গিয়েছেন এই বলিউড তারকারা। গ্যালারিতে রইল এমনই বলি স্টার বলিউডে টিকে থাকার জন্য যাঁরা ডেসপারেটলি হিট ছবি করতে চাইছেন।

আদিত্য রায় কপূর: শেষ হিট ছবি ২০১৩ এ মুক্তি পাওয়া ‘অ্যায় জওয়ানি হ্যায় দিওয়ানি’।

আরশাদ ওয়ারসি: তাঁর অভিনীত শেষ হিট ফিল্ম ‘জলি এলএলবি’। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি।

সইফ আলি খান: সম্প্রতি তৈমুরকে নিয়ে তিনি আলোচনায় উঠে এসেছেন তবে অভিনয় নিয়ে খুব একটা চর্চিত নন। তাঁর শেষ হিট ফিল্ম ২০১৩ সালের ‘রেস ২’।

অভিষেক বচ্চন: ২০০৯ সালে ‘দিল্লি ৬’ তাঁর শেষ হিট ছবি। এর পর আর তেমন কোনও হিট ছবি নেই তাঁর।

বিদ্যা বালন: তাঁর শেষ হিট ফিল্ম ‘কহানি’। যা মুক্তি পেয়েছিল ২০১২ সালে।

ইমরান হাসমি: ২০১২ সালে ‘রাজ থ্রিডি’ নিয়ে বেশ হইচই হয়েছিল। তারপর থেকে আর কোনও হিট ছবি নেই ইমরানের।

ফারহান আখতার: শেষ হিট ছবি ২০১৩ সালের ‘ভাগ মিলখা ভাগ’। তারপর ‘ওয়াজির’, ‘রক অন টু’-র মতো ফিল্মে অভিনয় করলেও বক্স অফিসে সেগুলো খুব একটা হিট হয়নি।

অর্জুন রামপাল: তাঁর শেষ হিট ছবি ‘রাজনীতি’। ২০১০ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। ‘রক অন টু’-এ তিনিও অভিনয় করেছেন।

অর্জুন কপূর: চেতন ভগতের গল্প অবলম্বনে তৈরি ছবি ‘টু স্টেটস‌্’। ২০১২ সালে তাঁর অভিনীত এই ছবিটিই এখনও পর্যন্ত তাঁর শেষ হিট।

ক্যাটরিনা কইফ: ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবি ‘ব্যাং ব্যাং’ এখনও পর্যন্ত তাঁর শেষ হিট ছবি।

শ্রদ্ধা কপূর: ২০১৬-র ‘বাঘি’ তাঁর শেষ হিট সিনেমা।

সোনাক্ষী সিন্হা: শেষ হিট ফিল্ম ‘হলিডে’। ২০১৪ সালে ছবিটি মুক্তি পেয়েছিল।-আনন্দ বাজার



মন্তব্য চালু নেই