শেষ ওয়ানডেতে মাঠে নামছেন মোস্তাফিজ
নিউজিল্যান্ডের বিপক্ষে নেলসনে শেষ ওয়ানডেতে মাঠে নামবেন বাংলাদেশের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রামে ছিলেন তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। দীর্ঘদিন পর ফেরা মোস্তাফিজকে টানা না খেলানোর পরামর্শ দিয়েছিলেন ফিজিও।
ফিজিওর পরামর্শে দ্বিতীয় ওয়ানডেতে খেলেননি মোস্তাফিজ। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ৬৭ রানে হেরে সিরিজ হেরেছে বাংলাদেশ। বোলাররা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারানোর বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল।
এর আগে প্রথম ওয়ানডেতে দারুণ বল করেন মোস্তাফিজ। প্রায় পাঁচ মাস পর জাতীয় দলের হয়ে খেলতে নেমে ২ উইকেট শিকার করেন এ বাম-হাতি পেসার।
মন্তব্য চালু নেই