শেষটা রাঙাতে পারায় খুশি এনরিক
সম্প্রতি সময়টা ভালো যাচ্ছিল না বার্সেলোনার। দল খারাপ করলে দোষটা সাধারণত কোচের কাঁধেই বর্তায়! চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে ৪-০ গোলে হেরে গিয়েছিল বার্সা। এরপর তো কাতালান ক্লাবটির কোচের চাকরিটা ছেড়ে দেন লুইস এনরিক। আগামী মৌসুমে বার্সার ডাগআউটে যে দেখা যাবে না তাকে।
বিদায় বলে দেয়া এনরিকের জন্য রোববার রাতের এল ক্ল্যাসিকোটাই শেষ এল ক্ল্যাসিকো। শেষটা রাঙানোর অপেক্ষায় ছিলেন বার্সা কোচ। রাঙালেনও। লিওনেল মেসি জাদুতে রিয়ালকে ৩-২ গোলে পরাজিত করেছে বার্সা।
রিয়ালকে হারিয়ে লা লিগার শিরোপার লড়াইয়ের দৌড়ে টিকে রইল বার্সা। আর লিগ টেবিলে রিয়ালকে হটিয়ে শীর্ষে উঠে গেলেন মেসিরা। বর্তমান পয়েন্টের কোনো ব্যবধান নেই। দুই দলের পয়েন্ট সমান, ৭৫। রিয়াল মাদ্রিদ খেলেছে ৩২ ম্যাচ। আর বার্সা খেলে ফেলেছে ৩৩ ম্যাচ। দলের মুখোমুখি লড়াইয়ে যে দল এগিয়ে থাকায় শীর্ষে কাতালান ক্লাবটি।
শেষটা রাঙাতে পারায় ভীষণ খুশি এনরিক। বার্সা কোচ বলেন, ‘আর পাঁচটা মৌসুমের মতোই এবারের অনুভূতি। বার্সায় থাকাকালীন অনেক কিছুই ঘটল। ভালো-মন্দ মিলিয়ে। খারাপ সময়টা ইতোমধ্যে ভুলে গেছি। এল ক্ল্যাসিকো জিততেই এখানে (রিয়ালের মাঠে) এসেছিলাম। জিতলাম। এখন আমরা শীর্ষে আছি। তবে রিয়ালের হাতে ম্যাচ বাকি আছে। শিরোপার লড়াইটা হবে শেষ পর্যন্ত।’
প্রসঙ্গত, এনরিকের অধীনে দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছে বার্সেলোনা। কোপা দেল রে, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপসহ বেশ কয়েকটি শিরোপাও জিতেছে কাতালানরা। বার্সা তাকে ভুলতে পারবে না; এটা নিশ্চিত করে বলা যায়।
মন্তব্য চালু নেই