শেরপুরের শ্রীবরদীতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনা মুল্যে পাঠ্যপুস্তক বিতরণ
শিক্ষা মন্ত্রনালয়ের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী গোটা দেশের ন্যায় অভিন্ন দিন ও সময়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিবসে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক হাতে তুলে দেওয়ায় ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে এবং অভিভাবকদের মুখেও দেখা দিয়েছে আনন্দের হাসি। বার্ষিক পরীক্ষা, পিএসসি, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে এমন সুযোগ পেলেন উচ্ছ্বাসিত কোমলমতি শিক্ষার্থীরা। ১ জানুয়ারী সকাল ১০:৩০টায় শ্রীবরদী এপি পাইলট ইন্সটিটিউশনের হলরুমে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে সরকারী পাঠ্য বই বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা’র সভাপতিত্বে অনুষ্ঠিতউ হয়। সভা পরিচালনা করেন- সহকারী শিক্ষক আলিম অর রাজি সিপার, বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার অরুনা রায়, প্রধান শিক্ষক মোজাফফর আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও প্রেস ক্লাব শ্রীবরদীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মোঃ সুজা উদ্দিন, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। সভা শেষে ৭ম শ্রেণীর শিক্ষার্থী মোয়াজ বিন আব্দুল্লাহ এবং সুমাইয়া আক্তারের হাতে আনুষ্ঠানিক ভাবে পাঠ্যপুস্তক তুলে দেন অতিথিবৃন্দ। অপরদিকে ঐতিহ্যবাহী টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণের পূর্বে এক আলোচনা সভা প্রতিষ্ঠানটির সভাপতি আনোয়ার পারভেজের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক গোলাম ফারুকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ পর্বে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্বর্ণপদকপ্রাপ্ত রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আবু সামা কবির, প্রধান শিক্ষক আবু রায়হান, সদস্য আমিনুল ইসলাম, সহিদুর রহমান, আশিকুল ইসলাম, সমাজ সেবক আব্দুর রশিদ নাডু প্রমুখ। এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আলোচনা শেষে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সুইটি আক্তার মিম, জান্নাতুল সাইমা হৃদির হাতে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
মন্তব্য চালু নেই