শেভ করার সময় কেটে গেলে করণীয়

শেভ করার সময় তাড়াহুড়া কিংবা অসাবধানতায় অনেক সময়ই গাল কেটে যায়। শুরু হয় রক্তপাত। মুখে জ্বালা যন্ত্রণাও সহ্য করতে হয়।

শেভ করার সময় গাল কেটে গেলে রক্তপাত বন্ধে এবং মুখে জ্বালা যন্ত্রণা থেকে আরাম পেতে জেনে রাখুন কিছু উপায়।

* বরফের টুকরো বা ঠান্ডা পানি: শেভ করতে গিয়ে কেটে গেলে তৎক্ষণাৎ সেই জায়গায় বরফ ঘষে নিন। নিমেষের মধ্যে রক্ত বেরনো বন্ধ হবে। অথবা ঠান্ডা পানিতে ভেজানো তোয়ালেও মুখের ওপর রাখতে পারেন, জ্বালাভাব থেকে মুক্তি পাবেন।

* ডিওডোরেন্ট: ডিওডোরেন্টের মধ্যে থাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যা রক্তপাত বন্ধ করে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

* মাউথওয়াশ : রক্তপাত বন্ধ করতে মাউথওয়াশও ব্যবহার করতে পারেন। এর মধ্যে থাকা অ্যালকোহলের সলিউশন সমস্যার সমাধান করবে।

* ভেসলিন : শেভিংয়ের পর মুখকে ব্লেডের কাটার যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে ভেসলিন। এছাড়া কাটা জায়গার ওপর সামান্য ভেসলিন লাগিয়ে নিন। রক্তপাত বন্ধ হবে।

* অ্যাসপিরিন : ব্লেডের কাটার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে অ্যাসপিরিন। পানি সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন।

* চিনি : অবাক হবেন না। চিনি আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। চিনি শুধুমাত্র রক্তপাত বন্ধ করে তা নয়, পাশাপাশি ব্লেডে কাটার পর ত্বককে ইনফেকশনের থেকেও রক্ষা করে।



মন্তব্য চালু নেই