‘শেখ হাসিনা বাঙালি জাতির প্রদীপ’
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঙালি জাতির ‘প্রদীপ’ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
কানাডায় ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’ এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১২ দিনের সফরে ১৪ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে ২৬ সেপ্টেম্বর বিকেলে দেশে ফিরবেন তিনি।
এ সফরে অনেক সাফল্যের কারণে ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত প্রধানমন্ত্রীকে গণঅভ্যর্থনা দেবে আওয়ামী লীগ।
এ কর্মসূচি সফল করতে বুধবার আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে সভা শেষে সৈয়দ আশরাফুল বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাকে শুধু ধন্যবাদ দেওয়ার জন্য আমরা গণঅভ্যর্থনা দেব।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখন শুধু আওয়ামী লীগের নয়, বাঙালি জাতির প্রদীপ। তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি। আশা করি, বিপুল সংখ্যক লোক সমাগম করতে পারব।’
মন্তব্য চালু নেই