শেখ হাসিনা উন্নয়নের কারিগর : ইনু

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগুন সন্ত্রাসী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গণমাধ্যমের উদ্দেশে হাসানুল হক ইনু বলেন বলেন, আগুন সন্ত্রাসী এবং উন্নয়নের কারিগরকে এক পাল্লায় মাপবেন না। গণমাধ্যমে স্বাধীনতার নামে কালকে সাদা এবং সাদাকে কালো করা যাবে না।

তিনি বলেন, ইংল্যান্ডে ৭৭ জন সাংবাদিক কারাগারে আছে। সেই দিকে তাকালে আমরা ভালই আছি।

সাংবাদিকদের মধ্যে যারা হামলার শিকার হয়েছেন তাদের তালিকা তার দপ্তরে পাঠানোর জন্য জানিয়ে তিনি বলেন, প্রশাসনের কোন ব্যক্তিও যদি সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন এর জবাবদিহিতা করতে আমি বাধ্য থাকবো।

বর্তমান সরকার সংকোচনে নয়, গণমাধ্যমের প্রসারণে বিশ্বাস করে জানিয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনার আমলে গণমাধ্যম সম্প্রসারিত হচ্ছে, প্রসারিত হচ্ছে।

তিনি বলেন, সিটি নির্বাচনে কেন্দ্র ছিল ৩ হাজারের মত। ১৫০টি কেন্দ্রে মারামারি হলে সেটা শিরোনামে আসে। ৩ হাজার কেন্দ্রের মধ্যে ৫০০ কেন্দ্রেও যদি জালিয়াতি হয় তাহলে ব্যাপক জালিয়াতি লিখা, এটা কোন উদ্দেশ্য বহন করে।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া সিটি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সংকট তৈরি করতে চেয়েছেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই পূর্বপরিকল্পিতভাবে নির্বাচন থেকে তার সমর্থিত প্রার্থীদের সরিয়ে নিয়েছেন। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন।

সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের আগুন যুদ্ধে পরাজিত সৈনিক মন্তব্য করে তিনি বলেন, এই আগুন যুদ্ধে পরাজিত সৈনিকদের পরাজয়ের মাধ্যমে গনতন্ত্র রক্ষা পেয়েছে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।



মন্তব্য চালু নেই