শেখ হাসিনার প্রাণনাশের ষড়যন্ত্র চলছে : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শত্রুরা বারবার জননেত্রী শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা করছে, তারা থেমে নেই। মিটিং মিছিল স্লোগান দিয়ে তাদের বন্ধ করা যাবে না, তাদের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমু বলেন, ‘সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিয়ে নারী সমাজের হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। যারা নারীদের সম্ভ্রম নষ্ট করা, নারীদের দমিয়ে রাখতে চায় তাদের বিষয়ে ঘরে ঘরে জানাতে হবে।’

শিল্পমন্ত্রী বলেন, ‘এই ষড়যন্ত্রকারীরাই বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে রেডিও পাকিস্তানের আদলে রেডিও বাংলাদেশ করেছিলো। সংবিধান পরিবর্তন করছে। গোলাম আযমকে নাগরিকত্ব দিয়েছে। নব্য পাকিস্তানে পরিণত করার ষড়যন্ত্র করেছে।’

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা যারা ১৯৭১ সালের বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো, যারা দেশকে পাকিস্তানের সঙ্গে ফেডারেশন বানাতে চেয়েছিলো তারাই আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো। এদের ষড়যন্ত্র এখানো থেমে নেই। আমাদের সতর্ক থাকতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মুজিবুল হক খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন,‘ আপনার আন্দোলনে জনগণ নেই। আপনার আন্দোলন ব্যর্থ হবে। আপনার জন্মতারিখ ভুয়া, রাজনীতিও ভুয়া ও আন্দোলনও ভুয়া।’

যুব মহিলালীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, সিনিয়র সহ-সভাপতি জাকিয়া পারভীন মনি, সাবিনা ইয়াসমিন তুরিন, অ্যাডভোকেট আদিবা আনজুম নিপা, নিলুফার ইয়াসমিন নিলু প্রমুখ।



মন্তব্য চালু নেই