শেখ হাসিনার অবস্থা হবে ফেরআউনের মতো

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেছেন, ‘জুলুমবাজ কখনও টিকে থাকতে পারে না। ফেরআউনও টিকতে পারেনি। অন্যায়ভাবে ক্ষমতা দখল করে রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থা হবে ফেরআউনের মতো। গাদ্দাফি, সাদ্দাম হোসেনের যে পরিণতি হয়েছে শেখ হাসিনারও সে পরিণতি হবে।’

মঙ্গলবার দুপুরে ফেনীর একটি কমিউনিটি সেন্টারে সাবেক সংসদ সদস্য মরহুম মোশারফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে জয়নাল আবেদীন বলেন, ‘ফেনীতে অতীতে বহুবার পকেট কমিটি হয়েছে। পকেট কমিটি বন্ধ করুন। কেন্দ্র থেকে প্রেরিত চিঠি অনুসরণ করে ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন। আর যদি পকেট কমিটি থেকে বের হতে না পারেন, তাহলে দল যেমন ধ্বংস হবে তেমনি নেতারাও ক্ষতিগ্রস্ত হবেন।’

তিনি বলেন, ‘যে সংসদে ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন, সে সংসদের সাংবিধানিক কোনো বৈধতা নেই। গায়ের জোরে ক্ষমতা টিকে রয়েছে।’

চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘ফেনীতে আবারও সন্ত্রাসী রাজত্ব কায়েম হয়েছে। দিনে দুপুরে ব্যবসা প্রতিষ্ঠান লুট হচ্ছে। নিজ দলের হাতে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ইকরাম খুন হয়েছেন।’

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মরহুম মোশারফ হোসেনের সহধর্মিনী কথা সাহিত্যিক ফরিদা হোসেন। এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মরহুম মোশারফ হোসেনের ছোট ভাই শাহাদাত হোসেন সেলিম, মেয়ে ফারাহ আনজুম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, জেলা জামায়াতের আমির একেএম সামছুদ্দীনন, সদর বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান প্রমুখ।



মন্তব্য চালু নেই