‘শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, ফের প্রমাণিত’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জের পর কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন প্রমাণ করেছে, শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী শুক্রবার দুপুরে গাজীপুর-বিমানবন্দর বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) প্রকল্পের অধীনে গাজীপুর বাসস্ট্যান্ডে ফ্লাইওভারের নির্মাণকাজ উদ্বোধন করেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কুমিল্লায় আমাদের মূল লক্ষ্য ছিল নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা। জয়-পরাজয়ের বিষয় জনগণের। সুষ্ঠু নির্বাচন করতে আমরা সফল হয়েছি।’
নিজ দলীয় প্রার্থীর পরাজয়ের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা দলকে ঐক্যবদ্ধ করতে পারিনি। কিন্তু নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ রাখা সম্ভব হয়েছিল।’
তিনি বলেন, ‘কুমিল্লা যখন পৌরসভা ছিল, তখনও আমরা জিততে পারিনি। সিটি কর্পোরেশন হওয়ার পরও বিএনপি জিতেছে। তবে জয়-পরাজয়ে ভোটের ব্যবধান অনেক কমেছে।’
সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সুনামগঞ্জে আমাদের প্রার্থী জয়া সেনগুপ্তা জয়ী হয়েছেন। স্বতন্ত্র যে প্রার্থী ছিলেন, তাকে বিএনপি সর্বাত্মক সহায়তা করে, শুধু মার্কাটা ধানের শীষ ছিল না।’
এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক জলিল, বিআরটির প্রকল্প পরিচালক প্রকৌশলী সানাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই