‘শেখ হাসিনাকে বুলেট তাড়া করছে, ষড়যন্ত্র থেমে নেই’
ষড়যন্ত্র থেমে নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একটা বুলেট এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিছু তাড়া করছে।
৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে সোমবার রাজধানীর মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘এখনও ষড়যন্ত্র চলছে। কখনও কখনও মনে হয়, একটা বুলেট আমাদের নেত্রী শেখ হাসিনার পিছু তাড়া করছে।’
তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘একবার ভাবুন, যদি শেখ হাসিনা না থাকেন, উন্নয়নের কী হবে। কী হবে দেশের সমৃদ্ধির, এই জাগৃতির। বাংলাদেশ থমকে দাঁড়াবে।’
এসময় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী বলেন, ‘কিছু লোকের খারাপ আচরণে দলের ভাবমূর্তি নষ্ট হতে দেব না। আমরা ইতিমধ্যে স্মার্ট আধুনিক টিম ওয়ার্ক শুরু করছি। অ্যাকশন শুরু হয়ে গেছে।’
তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনের পর ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের মধ্য দিয়ে অ্যাকশন শুরু হয়েছে। যারা শৃংখলাবিরোধী কাজ করবেন, এভাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
ওবায়দুল কাদের আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইন-শৃংখলা বাহিনীও ব্যবস্থা নেবে। অপরাধীর কোনো ছাড় নেই।
এছাড়া দলীয় নেতাদের ফুলেল শুভেচ্ছা গ্রহণের সমালোচনা করে তিনি বলেন, তোরণ নির্মাণের দরকার নেই, নেতাদের জন্য ফুলের মালার দরকার নেই। কাজে নেমে পড়ুন। অপকর্ম বন্ধ করুন, সংশোধিত হন। যদি না হন কাউকে ছাড় দেব না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দু-একজনের খারাপ আচরণের জন্য শেখ হাসিনার অর্জন ম্লান হতে দেব না। দল ও সরকারের ভাবমূর্তি খারাপ হতে দেব না।
২০১৯ সালে জাতীয় নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, ‘হাতে আর বেশি সময় নেই। ফুলের মালা নয়, জনগণের কাছে যান। নেত্রীর লক্ষ্য ভিশন-২১। তা বাস্তবায়নে আমাদের কাজ করে যেতে হবে।’
মন্তব্য চালু নেই