শেখ হাসিনাকে বই-শাড়ি পাঠালেন ডালমিয়া
দুদিনের সফর শেষে রোববার রাতে ঢাকা ত্যাগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদায়কালে মোদি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে এক প্রকার আত্মার সম্পর্ক রয়েছে। যা দুই দেশকে এক সুঁতোয় বেঁধে রেখেছে।’
মোদির প্রস্থানের ১২ ঘণ্টার মধ্যেই ভারতীয় ক্রিকেট দল ঢাকায় পা রাখে। সোমবার সকাল ৯টায় ঢাকা পৌঁছায় তারা।
বাংলাদেশে আসার সময় দেশ থেকে ভারতীয় ক্রিকেটাররা উপহার নিয়ে এসেছেন, যা পাঠিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে তিনি শাড়ি ও বই পাঠিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের স্ত্রীর জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন শাড়ি।
দুই দেশের কূটনীতির সম্পর্কের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কটা বেশ ভালো করেই রক্ষা করল বিসিসিআই। শুধু বোর্ডের কর্মকর্তারাই নন, ডালমিয়া বিসিবির ও আইসিসির প্রাক্তন সভাপতি আ হ ম মুস্তফা কামালের স্ত্রীর জন্যও শাড়ি পাঠিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা রাইজিংবিডির সঙ্গে আলাপকালে বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্যে শাড়ি ও রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পাঠানো হয়েছে। শাড়ি পেয়েছেন বিসিবির পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্ত্রীরাও। এ ছাড়া বিসিবির প্রাক্তন সভাপতি আ হ ম মুস্তফা কামালের স্ত্রীও শাড়ি উপহার হিসেবে পাচ্ছেন। ডালমিয়ার দেওয়া উপহার দলের সঙ্গে চলে এসেছে। তবে এখনো বিসিবি উপহারগুলো হাতে পায়নি।’
মন্তব্য চালু নেই