শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, বললেন রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র হত্যার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভবিষ্যতে কাঠগড়ায় দাঁড়াতে হবে।
বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশের গণতন্ত্র হত্যার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। তার সহযোগী হিসেবে নির্বাচন কমিশনারের নাম কালো তালিকায় থাকবে।
মন্তব্য চালু নেই