শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাবে ভারত

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব সুজাতা সিং। এছাড়া মোদি নিজেও বাংলাদেশ সফরের আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে নয়াদিল্লীতে ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন।

বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং, ভারতে বাংলাদেশের হাই-কমিশনার তারেক এ করিম উপস্থিত ছিলেন।

মোদির সঙ্গে আলোচনার বিষয়ে শিরীন শারমিন জানিয়েছেন, প্রায় আধা ঘণ্টার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তাকে (মোদিকে) ইতিবাচক মনে হয়েছে।

তিস্তার পানি বণ্টন চুক্তি, সীমান্ত সমস্যা, ছিটমহল বিনিময়সহ বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার ব্যাপারে মোদি বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন বলে জানান স্পিকার।



মন্তব্য চালু নেই