শেখ সাদী বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত : মিঠাপুকুর প্রেসক্লাবের অভিনন্দন

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সাদী সরকার বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মিঠাপুকুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এক অভিনন্দন বার্তায় মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সহ-সভাপতি সনজিৎ কুমার মহন্ত, সহ-সাধারন সম্পাদক শাহীন মন্ডল, কোষাধ্যক্ষ হোসাইন সবুজ আহম্মেদ, দপ্তর সম্পাদক রবি খন্দকার, ক্রীড়া সম্পাদক শামীম আখতার, কার্যকরি সদস্য হাশেম মন্ডল, হাফিজুর রহমান মানিক, মনিরুজ্জামান বিজয়, রেজাউল করিম লাবলু, বিপ্লব রহমান, আব্দুল হালিম, নজরুল ইসলাম রাজু, হাবিবুর রহমান সোনা ও বাবলুর রহমান বারী শ্রেষ্ট সাংবাদিক নির্বাচিত হওয়ায় শেখসাদী সরকারকে অভিনন্দন জ্ঞাপন করেন।

নেতৃবৃন্দ শেখসাদী সরকারের এই পদকে ভুষিত হওয়ায় তাঁর কার্ম দক্ষতা আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, রংপুর থেকে প্রকাশিত দৈনিক আখিরা পত্রিকার ২০ বছর পূর্তি উপলক্ষ্যে তাঁকে এই পদকে ভুষিত করা হয়।



মন্তব্য চালু নেই