শেকড়ের টানে বাবার ভিটায় সুবর্ণা মুস্তাফা

প্রখ্যাত অভিনেতার মেয়ে প্রখ্যাত অভিনেত্রী। প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফার মেয়ে সুবর্ণা মুস্তাফা প্রথমবারের মতো তার বাবার ভিটায় গেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই ছবিও পোস্ট করেছেন।

বরিশালের দপদপিয়ায় পিতৃভিটায় এক প্যাঁচে সাদা শাড়ি পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নায়িকার সাজে পরিদর্শন করেন তিনি। নিজের ফেসবুক পেজে বাবার ভিটায় তোলা ৮ ছবি পোস্ট করে ক্যাপশনে সুবর্ণা লিখেছেন, ‘প্রথমবার বাবার ভিটা পরিদর্শন করলাম’।

ছবি গুলোতে দেখা যায় তিনি পারিবারিক কবরস্থান, পুকুর ঘাট ও পুরানো আমলের ঘরের সামনে দাঁড়িয়ে ফেলে আসা শৈশব ও স্মৃতিময় মুহুর্ত খুঁজে ফিরছেন।



মন্তব্য চালু নেই