শূন্য থেকে যাত্রা শুরু করলেন তিন নায়িকা

নির্মাতা বন্ধন বিশ্বাসের ‘শূন্য’ দিয়ে যাত্রা শুরু করলেন ঢাকাই সিনেমার তিন নায়িকা। এরা হলেন, রেসি, সানজিদা তন্ময় ও তারানা রিয়া।

রোববার সন্ধ্যায় ওই তিন নায়িকাকে নিয়ে মহরতের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিকতা শুরু হয।

‘শূন্য’ ছবিতে আরো অভিনয় করেছেন ওমর সানী, শিমুল খান, শারমীন আক্তার, নাতাশা প্রমুখ।

ওমর সানীর সঙ্গে এই প্রথম জুটি বাঁধবেন রেসি। অন্যদিকে নবাগত নায়ক তুরাজ খানের বিপরীতে অভিনয় করবেন তন্ময়, বিশেষ চরিত্রে দেখা যাবে রিয়াকে।

ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন, পূলক, কিশোর। বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন কনা, কোনাল, সিঁথি সাহা, রন্টি দাশ, পাপড়ি, পূলক হুমায়ুন। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ছবির কাজ শুরুর কথা রয়েছে।



মন্তব্য চালু নেই