‘শূন্য’ থেকে ছিটকে পড়লেন হ্যাপী

‘শূন্য’ নামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন বিতর্কীত মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী। ঈদুল ফিতরের আগে শিমুল খানসহ তাকে এই সিনেমায় চুক্তিবদ্ধ করা হয়েছিলো।

এদিকে শিমুল খান ‘শূন্য’তে ঠিক থাকলেও হ্যাপী ছিটকে পড়েছেন ‘শূন্য’ থেকে!

তার পরিবর্তে ওই চলচ্চিত্রের দেখা যাবে লাক্স তারকা অরিনকে। এমনই জানালেন ‘শূন্য’ নির্মাতা বন্ধন বিশ্বাস।

‘শূন্য’ চলচ্চিত্রে অরিনের বিপরীতে অভিনয় করবেন নবাগত তুরাজ খান। শিমুল খান ছাড়াও আরেকটি চরিত্রে আছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি।

এতে গান থাকছে পাঁচটি। গানগুলো লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন, কিশোর ও পুলক। গান গাইছেন কিশোর, কনা, পুলক ও আহমেদ হুমায়ূন।

সিনেমাটির নায়ক তুরাজ খান একজন নাট্যকর্মী। ঢাকা ড্রামা থিয়েটারে নিয়মিত অভিনয় করেন।

অন্যদিকে লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১২-এর বেস্টস্ক্রিন অরিন বর্তমানে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘বিধ্বস্ত’ চলচ্চিত্রে অভিনয় করছেন, বিপরীতে আছেন কাজী মারুফ।

এ ছাড়া সুরেশ খাঁটি সরিষার তেল, মিতালী থ্রিপিসসহ কয়েকটি বিজ্ঞাপনে তাকে দেখা যাচ্ছে। পাশাপাশি ফ্যাশন ফটোশুটে অংশ নিচ্ছেন নিয়মিত।

অন্যদিকে, বন্ধন বিশ্বাস মূলত ছোটপর্দার নির্মাতা। ২০১৪ সালে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছে তার ২৬ পর্বের ধারাবাহিক ‘প্রেমতলীর কথা’।

‘শূন্য’ তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরু হবে চলচ্চিত্রটির শুটিং।



মন্তব্য চালু নেই