শুরু হলো ‘সাদা কালো প্রেম’

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘সাদা কালো প্রেম’ ছবির শুটিং। প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা হাসান ইমাম ও ছবির নায়িকা এমিয়া এমি ও লায়লা হাসান। ঢাকার প্রিয়াংকা শুটিং স্পটে আগামীকাল শুক্রবারও ছবিটির শুটিং করবেন বলে জানিয়েছেন পরিচালক ।

নতুন ছবি প্রসঙ্গে পরিচালক শাহ আলম মণ্ডল বলেন, ‘ছবির নায়িকা এমির বাবা-মা ছোট বেলায় মারা যায়, এরপর সে নানা-নানির কাছেই বড় হয়। নানা-নানির সাথে এমির কয়েকটি আবেগঘন দৃশ্য রয়েছে ছবিতে। আজ ও আগামীকাল শুটিং করে সেসব দৃশ্যের কাজ শেষ করতে পারব বলে আশা করছি।’

পরিচালক আরো বলেন, ‘এর আগেও আমি একদিন শুটিং করেছি ফেব্রুয়ারির ২৪ তারিখে। ওই দিন আমার ছবির একজন নায়ক আনিসুর রহমান মিলনের শিডিউল পেয়েছিলাম। তাই উনার কিছু দৃশ্যের কাজ করেছি। আগামী ৭ ও ৯ তারিখ আরেক নায়ক বাপ্পির কিছু দৃশ্যের শুটিং করার ইচ্ছে রয়েছে।’

টানা শুটিং না করে আলাদা আলাদা দিনে কেন শুটিং করছেন জানতে চাইলে পরিচালক শাহ আলম মণ্ডল বলেন, ‘আমরা আসলে টানা শুটিং করব আগামী এপ্রিল মাস থেকে। এর মধ্যে যেহেতু আমার অন্য কাজ নেই তাই যার শিডিউল পাচ্ছি তাঁর অংশের শুটিং করে কিছু কাজ এগিয়ে রাখছি।’

গল্প ও নির্মাণের দুর্বলতার কারণে এখন আর দর্শকরা ছবি দেখতে সিনেমা হলে যায় না। এই প্রেক্ষাপটে আপনার ছবি কি দর্শকদের আকৃষ্ট করতে পারবে?- জানতে চাইলে তিনি বলেন, “আমি এর আগে আমি দুটি ছবি নির্মাণ করেছি। ‘ভালোবাসা সীমাহীন’ নামে আমার একটি ছবি মুক্তি পেয়েছে। যার মধ্য দিয়ে নায়িকা হিসেবে পরী মণির অভিষেক হয়েছিল। অনেক খারাপ সময়ও কিন্তু ছবির টাকা ফেরত এসেছে। এরই মধ্যে আমার দ্বিতীয় ছবি ‘আপন মানুষ’-এর শুটিং শেষ করেছি।

যা দেখলে দর্শক বুঝবে আমি গল্পনির্ভর ছবি নির্মাণ করে থাকি। তা ছাড়া আমি এর আগে এফআই মানিক, সোহানুর রহমান সোহানের মতো পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছি, যাদের ছবি দর্শক প্রশংসিত। আমিও সেই ধারার বাইরে যেতে চাই না। বিদেশি গল্প আর মেকিংয়ের প্রতি আমার একটা অনীহা আছে, কারণ আমি বিশ্বাস করি নিজেদের গল্প ছাড়া দর্শক হলে আসবে না।”

গত ১৩ ফেব্রুয়ারি ঢাকার মগবাজারের শ্রুতি স্টুডিওতে ‘সাদা কালো প্রেম’ ছবির শুভ মহরত হয়। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি ছবিটি প্রযোজনা করছে এবি চলচ্চিত্র।

ছবিটিতে হাসান ইমাম, লায়লা হাসান, এমি ছাড়াও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, নায়ক বাপ্পি, শর্মিলী আহমেদ, সাদেক বাচ্চু, মিজু আহমেদ, মিশা সওদাগর, শিবা সানু, ডিজে সোহেল।-এনটিভি



মন্তব্য চালু নেই