শুরু হচ্ছে বিএনপির তিন দিনের কর্মসূচি
ীজিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে ‘মিথ্যা মামলা’ এবং আদালত স্থানান্তরের প্রতিবাদে দলটির তিন দিনের কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে।
টানা তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার বিকেল ৪টায় সারা দেশের সব উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একইভাবে ১৯ মে দেশের সব জেলা শহরে প্রতিবাদ সমাবেশ এবং ২০ মে দেশের মহানগরগুলোতে বিক্ষোভ করবে বিএনপি।
দলের দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, স্থানীয় বিএনপি তাদের নিজেদের সুবিধামতো সময় অনুযায়ী এ কর্মসূচি পালন করবে।
উল্লেখ্য, গত ১১ মে রোববার রাজধানীর নয়াপল্টনে দলের এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপির এ নেতা।
মন্তব্য চালু নেই