শুরুর আগেই ভোটগ্রহণ শেষ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটাররা যাওয়ার আগেই ভোটগ্রহণ শেষ হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোট প্রদানের দাবিতে প্রায় দেড় থেকে দুইশত ভোটার কেন্দ্রটির সামনে বিক্ষোভ করছেন।

ভোটাররা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে ভোটগ্রহণ পর্ব শুরু হলে তারা ভোট দিতে কেন্দ্রে আসেন। কিন্তু এসে দেখেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে।

স্থানীয় ভোটার বাবুল মিয়া, আসাদ হোসেন ও রনি সরকার কাছে দাবি করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রিসাইডিং অফিসাররা ভোরেই নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দিয়ে ফেলেছেন।

কেন্দ্রটির সামনে বর্তমানে বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন।



মন্তব্য চালু নেই