শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত হানলেন টাইগার তাসকিন

ওয়ানডের একমাত্র প্রস্তুতি ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ।

৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ। শুরুতেই লঙ্কান শিবিরে

আঘাত হানলেন টাইগার তাসকিন। এই রিপোর্ট লেখার সময় স্কোর: শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ ৫৮/১ (৮ওভার)।

তাসকিনের ফুলার লেংথ বল অন সাইডে ফ্লিক করতে গিয়ে বল মিস করেন দিলশান মুনাবীরা। ডানহাতি পেসারের এলবিডাব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার। সাজঘরে ফেরার আগে ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন মুনাবীরা।

আজ উইকেটের পেছনের দায়িত্ব সামলাচ্ছেন কাজী নরুল হাসান সোহান। মুশফিক ফিল্ডিংয়ে নেই। তবে পরবর্তীতে ফিল্ডিংয়ে নামতে পারবেন। চাইলে ব্যাটিংও করতে পারবেন।

এদিকে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও শুভাশীষ রায়কে প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আগামী ২৫ মার্চ ডাম্বুলায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে



মন্তব্য চালু নেই