শুরুতেই মিসবাহকে ফেরালেন সাকিব
ঢাকা টেস্টের শুরুটা বাংলাদেশ ভাল করলেও প্রথম দিন শেষে চালকের আসনে পাকিস্তান। ইউনুস খান ও আজহার আলীর সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩২৩ রান নিয়ে প্রথম দিন শেষ করে সফরকারীরা। প্রথম দিন উইকেট-খরায় ভোগা বাংলাদেশ উইকেটের সন্ধানে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে মাঠে নেমেছে।
দিনের শুরতে সফলতাও পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই মিসবাহ-উল-হককে ফিরিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৩২৩ রান। আজহার আলী ১২৭ ও আসাদ শফিক শূন্য রান নিয়ে ব্যাট করছেন।
প্রথম দিন শেষে আজহার ১২৭ ও মিসবাহ-উল-হক ৯ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন দুজন।
প্রথম দিনের ৩ উইকেটের দুটি নেন বাংলাদেশ পেসার মোহাম্মদ শহীদ। একটি শিকার স্পিনার তাইজুল ইসলামের। ১৪৮ রান করে আউট হন ইউনুস খান।
মন্তব্য চালু নেই