শুরুতেই ইমরুলের ক্যাচ মিস
বাংলাদেশের ছুড়ে দেয়া ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে আফগানিস্তান। শুরুতেই মোহাম্মদ শাহজাদের ক্যাচ মিস করলেন বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস। এই রিপোর্ট লেখা পর্যন্ত সফরকারী আফগানদের সংগ্রহ ৪ ওভারে কোনো উইকেট হারিয়ে ৩৭ রান। ক্রিজে আছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শাহদাজ ও শাবির নুরি।
এদিকে বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই চমক উপহার দেন তাসকিন আহমেদ! প্রথম বলেই আফগান দলের মারকুটে ব্যাটসম্যান শেহজাদকে ক্যাচ তুলে দেন ইমরুল কায়েসের হাতে। কিন্তু ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের এই ওপেনার।
এরপর রুবেল হোসেনও যোগ দেন ক্যাচ মিসের মিছিলে। বাংলাদেশের এই পেসার জীবন দিয়েছেন শাবির নুরিকে। পঞ্চম ওভারে মাশরাফির বল উড়িয়ে মারেন আফগান ওপেনার। রুবেল হোসেন পারেননি সেই ক্যাচটি তালুবন্দী করতে।
মন্তব্য চালু নেই