শুভ জন্মদিন রুবেল হোসেন
আজ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অবহেলিত ক্রিকেটার রুবেল হোসেনের জন্মদিন। ১৯৯০ সালের ১ জানুয়ারি খুলনা বিভাগের বাগেরহাটে জন্মগ্রহণ করেন জাতীয় ক্রিকেট দলের অন্যতম এই ক্রিকেটার।।
আওয়ার নিউজ বিডি পরিবারের পক্ষ থেকে রুবেল হোসেনকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
২০০৯ সালের ১৪ জানুয়ারি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক ঘটে রুবেলের। ওই খেলায় তিনি ৫ ওভার ৩ বল করে ৩৩ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করে বাংলাদেশের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই বছরের ৯ জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক ঘটে তার। ওই খেলায় তিনি ৩ উইকেট লাভ করেন। এছাড়াও টি-২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে ২০০৯ সালের আইসিসি বিশ্ব টি-২০ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে।
চলতি নিউজিল্যান্ড সিরিজে দলের অন্যতম ভরসার নাম ছিল রুবেল হোসেন। কিন্তু এখানেও অবহেলার শিকার হয়ে দলে সুযোগ পাননি আর চান্স পাওয়া হয়নি কিউই কন্ডিশনে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার রুবেলের।
যাই হোক, বছরের প্রথম দিনে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
মন্তব্য চালু নেই