শুভ জন্মদিন মডেলিংয়ের রাজপুত্র
বাংলাদেশের মডেলিং জগতে নিজের একচ্ছত্র রাজত্ব এখনো টিকিয়ে রেখেছেন সবার প্রিয় তারকা নোবেল। মডেলিংয়ের এই রাজপুত্র দেশের মডেলিং অ্যারিনায় এখনও আগের মতই জনপ্রিয়।
তাঁর পুরো নাম আদিল হোসেন নোবেল। প্রায় বিশ বছরেরও বেশি সময় ধরে মডেলিংয়ে থাকলেও নোবেলের করা বিজ্ঞাপনচিত্রের সংখ্যা সীমিত। ১৯৯১ সালে হঠাৎ করেই মডেলিংয়ে আসা নোবেলের।
পরিবারে মায়ের বাধার কারণে মডেলিংকে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করেন তিনি। বিজ্ঞাপনের পাশাপাশি কিছু নাটকেও কাজ করেছেন তিনি।
বর্তমানে রবির সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে ‘হেড অব এন্টারপ্রাইজ বিজনেস’ হিসেবে কর্মরত আছেন। তবে কর্পোরেট জগতে তার ক্যারিয়ার প্রায় ১৭ বছরের।
আজ তাঁর জন্মদিন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা রইলো।
মন্তব্য চালু নেই