শুধু সিটে বসে থাকুন! চালকহীন এই গাড়ি পৌঁছে দেবে আপনার গন্তব্যে

যত দিন যাচ্ছে ততই বদলাচ্ছে বিশ্ব। নিত্যনতুন আবিস্কারে আরো এগিয়ে চলেছে বিশ্ব। আর জীবনটাকে কতটা সহজ করা যায়, সেজন্যেও চলছে দিনের পর পরীক্ষা নিরিক্ষা। জীবন আরো সহজ করতে তাই এবার হাজির ড্রাইভার বিহীন গাড়ী।

হ্যাঁ এটাই সত্য যে বিজ্ঞানের নতুন এই আবিষ্কার সেলফ ড্রাইভিংকার। নতুন প্রজন্মের কাছে সেলফ ড্রাইভিং কার ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। ইতিমধ্যেই সারা বিশ্বে নতুন প্রজন্মের কাছে এটি খুব সহজেই পৌঁছাতে সক্ষম হয়েছে।

আর সে কারণে আরও কীভাবে উন্নত করা যায় এই ধরণের গাড়িগুলিকে, তা নিয়ে প্রত্যেকদিনই পরীক্ষা চালিয়ে যাচ্ছেন ভলভো, মার্সিডিসের মতো গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি। ইতিমধ্যে নেক্সট জেনারেশন সেই গাড়িগুলিকে নিয়ে প্রত্যেকদিন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। কীভাবে ডিজাইন এবং প্রযুক্তিগতভাবে গাড়িগুলিকে আরও আধুনিক করে তোলা যায়, সেজন্যে চলছে পরীক্ষা। এখন দেখা যাক, তারা আমাদের কি উপহার দেয়।



মন্তব্য চালু নেই